• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৬:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০২১, ০৬:৩৩ পিএম

এসিল্যান্ডের সাহসিকতায় বন্ধ হলো অবৈধ বালি উত্তোলন

এসিল্যান্ডের সাহসিকতায় বন্ধ হলো অবৈধ বালি উত্তোলন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙা গ্রামে অনেকদিন যাবত চলছিল অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব।

একশ্রেণীর অবৈধ্য বালু ব্যবসায়ী কিছু লোককে ম্যানেজ করে বালু ব্যবসা চালিয়ে যাচ্চিল। ভেঙে যাচ্ছিল নদীর পাড়, ক্ষতি হচ্চে ফসলের জমি। রোববার রাতে এই অবৈধ্য বালুব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি ড্রেজার মেশিন জব্দ করে ও ৩০০০ মিটার পাইপ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, ওই ইউনিয়নে এক শ্রেণির বালু খেকো অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বালু উত্তোলনকারী ১টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।