• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৫:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০২১, ০৫:২৩ পিএম

কর্মহীনদের সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

কর্মহীনদের সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

দেশব্যাপী করোনা মোকাবেলায় সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঝালকাঠি শহরে খাদ্য সহায়তা দিচ্ছেন সেনাবাহিনী। করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত চলমান কঠোর লগডাউনে খাদ্য সংকটে ভূগছে খেটে খাওয়া নিম্নবিত্তরা।

এ অবস্থায় মানুষের পাশে দাড়ালো সেনা সদস্যরা। করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় ঝালকাঠি জেলায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অসহায় দুস্থ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটা তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা। সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে মুখে হাসি ফুটেছে অসহায় পরিবারের নারী পুরুষদের।

এ বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা জানান, করোনা মোকাবেলায় শরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ সময় যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে।