• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৫:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০২১, ০৫:২৫ পিএম

মিয়ানমারের ১৩ গরুসহ যুবক আটক

মিয়ানমারের ১৩ গরুসহ যুবক আটক

নাইক্ষ্যংছড়ি সদরের চেরারকুল থেকে মঙ্গলবার ভোরে মিয়ানমারের ১৩টি গরুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম কামাল মিয়া (৩৩)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেরারকুল এলাকার বশির আহাম্মদের ছলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার এসআই অমর চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের চেরারকুলের জনৈক আবুল হোসেনের বাড়ীর পশ্চিম পাশের বাগানের ভিতর থেকে বিভিন্ন রংয়ের ও আকৃতির এসব গরু উদ্ধার করেন পুুলিশ। এতে বলদ ৭ টি, ষাড়- ৬টি, মোট- ১৩ টি গরুসহ ব্যবসায়ী কামালকে আটক করতে সক্ষম হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক কামাল মিয়া পুলিশের কাছে স্বীকার করে বলেন, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবানসহ তার অনেক সহযোগীরা অবৈধভাবে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার হইতে বাংলাদেশে এসব গরু নিয়ে আসেন। এ বিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।