• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০২১, ০৯:৪১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০২১, ০৯:৪১ এএম

নানা প্রজাতির ৯টি পাখি উদ্ধার

নানা প্রজাতির ৯টি পাখি উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে নানা প্রজাতির ৯টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ ছাড়া পাখি রাখার ৭টি খাঁচা ও ৫টি পাখি শিকারের ফাঁদও জব্দ করা হয়েছে।

শিকারীদের কবল থেকে উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে ১টি পাতি শরালি, ১টি ডাহুক, ৩টি ঘুঘু ও ৪টি শালিক।

এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, গতকাল দিনব্যাপী জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি, খাঁচা ও ফাঁদগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর দিকনির্দেশনায় তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এ বিভাগের জিয়াউল হক রাজু পিএম, মো. রানা মিয়া পিএম, টিপলু দেব প্রমুখ।

একই সঙ্গে শাহাজিবাজার দরগা গেইট ও সুতাং বাজারেও অভিযান চালানো হয়।

জাগরণ/এমআর