• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০২১, ১২:১৫ পিএম

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশন এলাকার লক্ষ্মীপুরায় স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

বুধবার ( ১৪ জুলাই) সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, কারখানায় প্রায় চার হাজার জন কাজ করেন। তাদের মধ্যে ৭০০ জন কর্মী। কয়েক বছর ধরেই কারখানাটিতে বেতন অনিয়মিত। চলতি বছরের তিন মাসের এবং এর আগের দুই বছরের চার মাসের বেতন বকেয়া আছে।

কারখানার শ্রমিক জুম্মন বলেন, প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হয়। বাড়িভাড়া, দোকানের বাকি দিতে পারছি না। সামনে ঈদের ছুটিতে যাব। তার আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব, এর কোনো উপায় নেই।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছেন।

জাগরণ/এমআর