• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৮:৫১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০২১, ০৮:৫১ এএম

মিষ্টি খেয়ে হাসপাতালে ১০ শিশু  

মিষ্টি খেয়ে হাসপাতালে ১০ শিশু  
সংগৃহীত ছবি

ভেলা জেলার লালমোহনে মিলাদ অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।

গতকাল শুক্রবার উপজেলার কিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ‌্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলো, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে সোলাইমান (৫), মো. সিরাজের ছেলে সিফাত হোসেন (৯) ও মেয়ে তানহা (৪), মো. রিয়াজের ছেলে হোসাইন (৩), মো. আব্বাস মিয়ার মেয়ে আছিয়া (৪), মো. হারুনের ছেলে তানজিম (৫), মো. সিদ্দিক উল্লাহর ছেলে তামিম (৯) ও মো. মামুনের ছেলে শাহরুখ (৯)। তাৎক্ষণিক বাকিদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মনপুরা বাড়ির মো. সিরাজ মিয়ার ছেলে মো. সুজনি একটি অটোরিকশা কিনেন। বিকেলে এ নিয়ে বাড়িতে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে শিশুসহ সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। পরে সবাই বাড়ি চলে গেলে সন্ধ‌্যার দিকে এক‌ে ১০ জন শিশুর বমি ও পেটব‌্যাথা শুরু হয়। পরে তাদের লাললমোহন উপজেলা স্বাস্থ‌্যকমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ‌্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. সরোওয়ার্দী বলেন, রাত সাড়ে ৯টার দিকে ১০ জন শিশু পেটব‌্যাথা ও বমির সমস‌্যা নিয়ে ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে।

জাগরণ/এমআর