• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০২১, ১১:৪৫ এএম

কোটালীপাড়ায় রোগীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

কোটালীপাড়ায় রোগীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকায় অবস্থিত গাড়ির শো-রুম স্কাই ট্রি এর সৌজন্য একটি অ্যাম্বুলেন্স কোটালীপাড়ায় করোনায় আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে ফ্রি নেওয়া আনা করবেন বলে জানিয়েছেন স্কাই ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও কোটালীপাড়ার মধুর নাগরা গ্রামের সমাজসেবক মশিউর রহমান লিটন। 

আজ শনিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের  উদ্বোধন করেন। 

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না প্রমুখ বক্তব্য রাখেন। 

জাগরণ/এমআর