• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৪:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০২১, ০৪:২২ পিএম

পুলিশের ওপর হামলায় দুই যুবক গ্রেফতার

পুলিশের ওপর হামলায় দুই যুবক গ্রেফতার

সরকার ঘোষিত চলমান লকডাউনে ঈদের তৃতীয় দিনে বিধিনিষেধ উপেক্ষা করে পুলিশকে লাঞ্চিত করা হয়েছে। শুক্রবার রাতে শহরের বিমানবন্দর সড়ক (সিএসডি মোড়ে) এ ঘটনা ঘটে। নীলফামারীর সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমানকে লাঞ্চিত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ব্যবসায়ী আতিফ আলতাফ (২৬) ও আতিক আলতাফ (২৪) দুই ভাইকে আসামী করা হয়েছে।

আসামীদ্বয় সৈয়দপুর শহরের বিউটি সাইকেল ষ্টোরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে। তাদেরকে বর্তমানে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হযেছে।

থানা সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনের ঈদের  প্রথম দিন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর বিমানবন্দর সড়কের সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ আলতাফ। সরকারের বিধিনিষেধ অমান্য করে এভাবে গাড়ী চালানোয় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁর গতিরোধ করেন। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।