• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১২:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২১, ১২:২৩ পিএম

সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

খাগড়াছড়ির দীঘিনালায় দুরারোগে আক্রান্ত ও সড়ক দুর্ঘটনায় আহত ২ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালে দুরারোগে আক্রান্ত উপজেলার বাবুছড়া এলাকার মৃত আবদুস সালাম'র পুত্র হোসেন আলী ও সড়ক দুর্ঘটনায় আহত জামতলী এলাকার দেলোয়ার হোসেন'র পুত্র রাকিব হোসেনকে চিকিৎসার জন্য দীঘিনালা জোনের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

আয়োজকরা জানান, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এলাকার জনসাধারণকে নানা সাহায্য সহযোগিতা প্রদান করে আসছে দীঘিনালা সেনা জোন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জাগরণ/এমআর