• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২১, ০৪:৪১ পিএম

বগুড়ায় করোনায় ২৬ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় ২৬ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৬ জন, সুস্থতা লাভ করেছেন ১৯৩ জন। তবে বগুড়ায় জেলায় বেড়েছে মৃত্যু ও সংক্রমনের হার।

জেলার তিনটি হাসপাতালে মারা যাওয়া ২৬ জনের মধ্যে করোনায় মারা গেছেন ১৮ জন ও উপসর্গে মারা গেছেন ৮ জন। সোমবার বেলা ১১টার দিকে বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছে ১২৬ জনের। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৯ হাজার ১২০ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৫৪ জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৮৪ জন।