• ঢাকা
  • শনিবার, ১০ জুন, ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৮:০৫ এএম

ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা

ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে দুর্ঘটনার আশঙ্কা

কিশোরগঞ্জের হোসেনপুরে ঝুঁকি নিয়ে পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে ১১ কেভি ভোল্টেজের পল্লী বিদ্যুৎতের লাইনের খুঁটি। যা বাতাসে উপড়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, উপজেলার ধুলজুরী গ্রামের একটি ধান ক্ষেতে এক যুগের বেশি সময় আগে নির্মিত ১১ কেভি ভোল্টেজ লাইনের খুঁটিটি স্থাপিত হয়। কিন্তু জমির মালিক ওই বিদ্যুতের খুঁটিটি মাঝ খানে রেখে চারিদিকে ভেকুদিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন। ফলে হুমকির মুখে পড়েছে বিদ্যুতের খুঁটিটি।

সরেজমিনে দেখা যায়, ১১ কেভি ভোল্টেজের বিদ্যুৎতের লাইনের খুঁটি পুকুরের মাঝখানে বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কোন মুহুতে বাতাসে কিংবা ঝড়-বৃষ্টিতে উপড়ে গিয়ে আশপাশের বাড়ি-ঘর বিদ্যুতায়িত হয়ে ঘটতে পারে প্রাণহানির মত ঘটনা। স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকাবাসী খুবই চিন্তিত। বারংবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হলেও প্রতিকার মেলেনি। 

এ ব্যাপারে হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) মো. শহিদুল্লাহ জানান, খুঁটির বিষয়টি আমি অবগত ছিলাম না। তবে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

জাগরণ/এমআর