• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০২১, ১২:৫৭ পিএম

শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী ম-ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী ম-ল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকরা অংশ নেন।

জাগরণ/এমআর