• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ১০:২৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৪, ২০২১, ১০:২৯ এএম

বাড়ছে তিস্তার পানি, উৎকণ্ঠায় নদীপাড়ের মানুষ 

বাড়ছে তিস্তার পানি, উৎকণ্ঠায় নদীপাড়ের মানুষ 
সংগৃহীত ছবি

লালমনিরহাটে ভারী বৃষ্টিপাত ছাড়াই একদিনেই তিস্তার পানি বেড়েছে ৪৫ সেন্টিমিটার। 

গতকাল শুক্রবার সকাল ৯টায় তিস্তা দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আগের দিন একই পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তার আগের দিন ১১ আগস্ট বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

শুক্রবার তিস্তার পানি সারাদিন বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়েই প্রবাহিত হয়েছে। একদিনেই তিস্তার পানির হঠাৎ বৃদ্ধিতে নদীপাড়ের মানুষ মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

ব্যারাজ পয়েন্টের পানি পরিমাপকারী রুহুল আমিন বলেন, হয়তো ভারতে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সে কারণেই পানি হয়তো উজান থেকে আসছে।

জাগরণ/এমআর