• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ১০:৩৭ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২১, ১০:৩৭ এএম

বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা 

বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা 
সংগৃহীত ছবি

মানিকগঞ্জ জেলার শিবালয়ে আরিচা পয়েন্টে যমুনা নদীতে গত এক সপ্তাহে ৪১ সেন্টিমিটার পানি বেড়েছে। জেলার গাজীখালি, ইছামতি, ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে মাঝারি বন্যার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট সকাল ৬টা পর্যন্ত আরিচা পয়েন্টে ৪১ সেন্টিমিটার পানি বেড়েছে।

শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের গ্রেজ রিডার ফারুক হোসেন বলেন, উজানের নেমে আসা ঢল আর বৃষ্টিতে এ পয়েন্টে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এছাড়া, এ পয়েন্টে পানি বৃদ্ধিতে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও বাড়ছে।

সদর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গ্রেজ রিডার মো. রফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। এতে করে করে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে।
 
সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লি পয়েন্টের গ্রেজ রিডার দেলোয়ার হোসেন বলেন, এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। গত তিন দিন ধরে ধলেশ্বরী নদীর পানি দ্রুত বাড়ছে। এতে করে গাজীখালী নদীর পানিও বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। যমুনা পয়েন্টেও প্রতিদিন পানি বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে দুই বা তিন দিনের মধ্যে যমুনা পয়েন্টও পানি বিপৎসীমা অতিক্রম করবে। এ পয়েন্টে মাঝারি বন্যার সম্ভাবনা রয়েছে।

জাগরণ/এমআর