• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২১, ০২:৩১ পিএম

মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০১৮ সালের একটি  মাদক মামলায় পারভেজ (২০) নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার বেলা ১১টায় গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী পারভেজ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের শামীম আলমের ছেলে।

জানা গেছে, গত ২০১৮ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় একটি যাত্রিবাহী মিনিবাসে তল্লাসী চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন সহ পারভেজকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়। তবে আদালতে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মদ প্রিন্স এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশকে মাদক মুক্ত রাখতে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবিলম্বে এই রায় কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাগরণ/এমআর