• ঢাকা
  • সোমবার, ২৯ মে, ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২১, ১০:৫৭ এএম

বগুড়ায় পুলিশের ওপর হামলা গ্রেফতার ২

বগুড়ায় পুলিশের ওপর হামলা গ্রেফতার ২

বগুড়ায় পুলিশের উপর হামলার অভিযোগে পৌর কাউন্সিলরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়ইটার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলায় এ ঘটনা ঘটে। গ্রেফতার কৃতরা হলেন, সবারিয়াকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ রনি (৩৫) ও তার বড় ভাই হিরক আহমেদ জনি (৩৮)। সোমবার রাতেই পৌর শহরের কূপতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, আপেলের বড় ভাই হিরক আহমেদ জনির নামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট ছিল। এ জন্য তাকে গ্রেফতার করতে আপেলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে তারা পুলিশের গায়ে হাত তোলেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে আসে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে নতুন করে পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।