• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ১০:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২১, ১০:৩৯ পিএম

ওজনে কম, ৩ ফিলিং স্টেশনকে জরিমানা 

ওজনে কম, ৩ ফিলিং স্টেশনকে জরিমানা 

পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক তিনটি পেট্রোল পাম্পে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিএসটিআই রংপুর এর পরিদর্শক কামরুল পলাশ ও সদর থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

জানাযায়, পঞ্চগড় সদর এলাকায় অবস্থিত করতোয়া ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ওজন পরিমাপক যন্ত্রে ডিজেল কম দেওয়ার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুবাহানাকা ফিলিং স্টেশন এবং মৈত্রি ফিলিং স্টেশনে প্রয়োজনীয় হাল নিবন্ধন প্রদর্শনে ব্যার্থ হওয়ায় যথাক্রমে আট হাজার ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পেট্রোল পাম্পের মালিকদেরকে ভবিষ্যতে ডিজেল পেট্রোল ও অকটেন পরিমাণে কম না দিতে সতর্ক করা হয়।

জাগরণ/এমআর