• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০২১, ১০:৫৪ এএম

রাজবাড়ীতে পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

রাজবাড়ীতে পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৫টি উপজেলার ৪টি পদ্মা তীর সংলগ্ন হওয়ায় এ উপজেলা গুলোর নিচু এলাকায় অবস্থিত প্রায় ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানি বন্দি হয়ে পেরেছে। বাঁধের বাহিরের হাজার হাজার মানুষ দুর্ভোগে বসবাস করছেন। বাড়ি ঘরের চারপাশ এখন পানিতে প্লাবিত। 

যাতায়াতে নানা দুর্ভোগ বন্যা কবলিত এসব মানুষদের। রাস্তা ঘাট পানি তলিয়ে নৌকাই এখন প্রধান বাহন। এসব অঞ্চলে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানির  অভাব। গবাদি পশুর খাবারের সংকট রয়েছে প্লাবিত এসব এলাকায়। 

গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৭ সে.মি বেড়ে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার ৯.০৬ মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপদ সিমা অতিক্রম করে ৪১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

জেলার ৫ টি উপজেলার ৪টি  উপজেলাই পদ্মার তীরে অবস্থিত। একারনে এ ৪টি উপজেলার নিচু এলাকায় বসবাসরত  প্রায় ৩০ টিরও বেশি গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানি বন্দি হয়ে পরেছে। প্রতিদিন পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা । 

জাগরণ/এমআর