• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৯:২৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০২১, ০৯:২৮ এএম

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন ধ্বংস

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন ধ্বংস

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ১২ হাজার কেজি পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

গতকাল শনিবার রাত ৮টার দিকে আড়াইহাজার থানা সংলগ্ন একটি বালুর মাঠে এগুলো ধ্বংস করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের স্পেশাল আদালতের ম্যাজিস্ট্রেট কাউসার আলম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (সি-সার্কেল) আবীর হোসেন,আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা, ওসি তদন্ত জোবায়ের আহমেদ ও নারায়ণগঞ্জ আদালতের অফিসার আশাদুজ্জামানসহ আরো অনেকে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, আদালতের নির্শেনায় পলিথিনগুলো ধ্বংস করা হয়। চলতি বছরের জানুয়ারীতে আড়াইহাজার থানার পুলিশ পলিথিনগুলো জব্দ করেন। এর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। 

জাগরণ/এমআর