• ঢাকা
  • সোমবার, ২৯ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৭, ২০২১, ০৯:৫৬ এএম

মুন্সীগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১০

মুন্সীগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জুলহাস হাওলাদার (৩৫) নামক এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা ১০ জনকে গ্রেফতার করেছে লৌহজং থানা-পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লৌহজং থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান হাফিজ, তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশা চালক জুলহাসকে উপজেলার পদ্মা সেতুর নির্মাণ কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরি করার অভিযোগে লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয়দের কাছে তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১০ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইসরাফিলসহ আরো তিনজন। গ্রেফতারকৃতদের লৌহজং থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে সাথে পুলিশ জড়িত থাকায় জড়িত আরো আসামিদের গ্রেফতার অভিযানে মাঠে রয়েছে।

এদিকে, ওসি তদন্ত হাফিজুর রহমান আরো জানান মৃত জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। মৃত সময় তার স্ত্রীসহ দুইটি সন্তান রয়েছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হবে। এ হত্যার ঘটনায় লৌহজং থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি(তদন্ত) মো.হাফিজুর রহমান।