• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৯:৫৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০২১, ০৩:৫৯ পিএম

যমুনার পানি বাড়ছেই, নতুন নতুন এলাকা প্লাবিত

যমুনার পানি বাড়ছেই, নতুন নতুন এলাকা প্লাবিত
ছবি : পিবিএ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন বিপদ সীমা অতিক্রম করে চলেছে। সেই সাথে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার অভান্তরীণ নদ নদীগুলোতে বন্যা দেখা নিয়েছে। জেলার চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরে ব্যাপক নদী ভাঙন হওয়ায় ভাঙন কবলিত মানুষ গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। 

প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তা ঘাট। এতে এসব এলাকার মানুষ পানি বন্ধি হয়ে পড়ছে। নিমাঞ্চলে বসবাস করা মানুষের ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। তারা চলাচল করছে নৌকায়। বন্যার পানিতে প্লাবিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পানি বৃদ্ধির কারনে বিভিন্ন এলাকায় কৃষকের রোপা আমন ধানও তলিয়ে গেছে। একই সঙ্গে নদী সংলগ্ন অনেক এলাকায় ভাঙন দেখা দিয়েছে।  এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

জাগরণ/এমআর