• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১০:১৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০২১, ১০:১৮ এএম

স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খুন 

স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খুন 

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ভিটি মালধা গ্রামে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে খাদিজা বেগম (৫০) নামে এক নারী খুন হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। 

জানা গেছে, মুক্তার ব্যাপারীর সঙ্গে তার প্রতিবেশী রমজান ব্যাপারী গংদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষ আবার বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় খাদিজা বেগম নিহত হয়। তার স্বামী মুক্তার বেপারী আহত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রমজান গংরা মুক্তার বেপারীর ওপর হামলা করলে তার স্ত্রী খাদিজা স্বামীকে রক্ষার জন্য এগিয়ে আসেন। এ সময় রমজান খাদিজার পেটে লাথি মারলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 

জাগরণ/এমআর