• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০২১, ১১:৪৬ এএম

৬ দিনে করোনা ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

৬ দিনে করোনা ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ছয় দিন পর করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৬ জনে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ছয় দিন পর করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের রেডজোনে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০৭ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় ১৮৭ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন।  

তিনি আরো জানান, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ রোববার নতুন ৬৪ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ২০০ জনের। এ দিন ৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৬ হাজার ৫০৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।  বর্তমানে সদর হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছে। বাড়িতে রয়েছে ৪৪৮ জন। 

জাগরণ/এমআর