• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:০৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০২১, ০১:০৬ পিএম

বরগুনার সেই মুসা বন্ড গ্রেফতার 

বরগুনার সেই মুসা বন্ড গ্রেফতার 

বরগুনার আলোচিত সেই সন্ত্রাসী বন্ড বাহিনীর অন্যতম সদস্য মুসা বন্ডকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে মাছ বাজার থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।  অস্ত্র, মাদকসহ মুসা চারটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।

এর আগে ২০১৯ সালের ২৬ জুন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিল মো. মুসা ওরফে মুসা বন্ড। রিফাত হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন মুসা। সন্ত্রাসী নয়ন বন্ড থেকে শুরু করে রিফাত ফরাজী, রাব্বি আকনরা পুলিশের হাতে গ্রেফতার হলেও নয়নের অন্যতম সহযোগী মুসা বন্ডকে ধরতে পারেনি পুলিশ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পলাতক ছিল মুসা বন্ড। মুসার নামে শুধু সদর থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টার মামলাসহ ৪টি মামলায় ওয়ারেন্ট ছিল। পুলিশ তার কোনো হদিস পায়নি। শুক্রবার রাতে মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জাগরণ/এমআর