• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১০:৪৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২১, ১০:৪৫ এএম

চুয়াডাঙ্গায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

চুয়াডাঙ্গায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে তার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী সাব্বির হোসেন। সে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কোটালি গ্রামের লালন হোসেনের ছেলে।

সাব্বিরেরর পিতা লালন হোসেন জানান, আমাদের কোন আত্মীয়স্বজন এক মাসের মধ্যে ঢাকাতে যায়নি। এছাড়া ঢাকা থেকে কোটালি গ্রামেও আসেনি স্থানীয়ভাবেই সাব্বির ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, গত শুক্রবার সাব্বির হোসেনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জ্বর, মাথাব্যাথা এবং ক্ষুদামন্দা নিয়ে হাসপাতালে আসে। পরে তার পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। 

তিনি আরো জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগে ৯০ ভাগ রোগী সুস্থ হয়ে ওঠে।

জাগরণ/এমআর