• ঢাকা
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১১:১২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২১, ১১:১২ এএম

বরিশাল-খুলনাসহ ৮ রুটের বাস চলাচল স্বাভাবিক

বরিশাল-খুলনাসহ ৮ রুটের বাস চলাচল স্বাভাবিক

বরিশাল-খুলনাসহ আন্তঃজেলার ৮ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৬ থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।

এর আগে গত শনিবার দুপুরে বরিশাল-খুলনা রুটে সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তোলে নিয়ে বরিশাল-পিরোজপুর রুটের সৌদিয়া পরিবহনের লোকজন বাধা দেন। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদুল ইসলাম নামে একজনের হাত ভেঙে যায়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা। 

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জরুরি সভা হয়। যেখানে ঘটনার বিচারের মধ্য দিয়ে বাস চলাচল স্বাভাবিক হয়।

জাগরণ/এমআর