• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২১, ১২:৪২ পিএম

কুমিল্লা-৭ আসনে টিটুকে প্রার্থী ঘোষণা

কুমিল্লা-৭ আসনে টিটুকে প্রার্থী ঘোষণা

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটুকে দলের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ।

টিটু চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে টিটুর নাম চূড়ান্ত করা হয়। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তপন বক্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, শাহাদাত হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

দলীয় একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, বর্ধিত সভায় আলাউদ্দিন আল আজাদ মমতাজ একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর নাম প্রস্তাব করেন। সভায় উপস্থিত চান্দিনা উপজেলা এবং ১৩ টি ইউনিয়ন, একটি পৌরসভা প্রস্তাবে সম্মতি জানান। 

জাগরণ/এমআর