• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৪৮ পিএম

ঘুমধুমে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

ঘুমধুমে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

কক্সবাজারের পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্কদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ছৈয়দ নুর মার্কেটের একটি মুরগির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি টীম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

উখিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার এমদাদুল হক জানান, ফায়ার সার্ভিসের তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে অগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে তৎক্ষনাৎ কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি তৎক্ষানিক ভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।