• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৫০ পিএম

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রওশন কারাগারে 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রওশন কারাগারে 

মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাকি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রওশনকে আদালতে হাজির করে পুলিশ। 

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাসের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর গেল গত ১৯ আগস্ট রাজশাহীর শাহ মখদুম থানার ভারালীপাড়া এলাকা থেকে রওশনকে গ্রেফতার করে র‌্যাব।

সেখানে নাম পরিচয় পাল্টে উদয় মন্ডল নামে বসবাস করে আসছিলো সে। ১৯৯৯ সালের ১৩ এপ্রিল প্রকাশ্যে দিবালকে আওয়ামী লীগ নেতা বাকি চেয়াম্যোনকে গুলি করে হত্যা করে রওশন। সে মামলায় আদালত তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। তারপর থেকে সে পলাতক ছিলো। 

এছাড়া জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সভাপতি কুষ্টিয়ার কাজী আরেফ,ভবানিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মাস্টার ও আলম হুজুর হত্যা মামলারও আসামী এই রওশন।