• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৩৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৩৭ এএম

জোয়ারের পানিতে ৩৫ গ্রাম প্লাবিত, ভোগান্তি

জোয়ারের পানিতে ৩৫ গ্রাম প্লাবিত, ভোগান্তি
সংগৃহীত ছবি

সাগরে লঘুচাপ ও জোয়ারের পানির চাপে ভোলার নিম্নাঞ্চলের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি প্রবেশের দুই-তিন ঘণ্টার মধ্যেই আবার পানি নেমে যায়। কিন্তু এরই মধ্যে বসতবাড়ি, ফসলি জমিতে পানি ঢুকে পড়ে। ভেসে যায় পুকুর-ঘেরের মাছ।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলা সদরের মাঝের চর, দৌলতখানের মদনপুর, বলরামসুরা, লালমোহনের কচুয়াখালী, মনপুরা উপজেলার চর নিজাম, কলাতলির চর, চর যতিন, চরজ্ঞান, চরফ্যাশনের চর কুকরী-মুকরী, ঢালচর, চর পাতিলাসহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

ঢাল চর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম হাওলাদার জানান, জোয়ারের পানি ঢুকে ইউনিয়নটির সব গ্রামই তলিয়ে যায়। এছাড়াও বসতবাড়ি, ফসলি জমি, রাস্তা-ঘাটও জোয়ারের পানিতে ডুবে যায়। ভেসে যায় পুকুর ও ঘেরের মাছ। জোয়ারের সময় পানিবন্দি থাকেন কয়েক হাজার মানুষ।

ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, অমাবশ্যার প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাগরণ/এমআর