• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৭:০৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০২১, ০৭:০৩ এএম

গুদাম থেকে প্রণোদনার সার ও বীজ উদ্ধার

গুদাম থেকে প্রণোদনার সার ও বীজ উদ্ধার

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন আওতায় বিতরণকৃত রোপা আমন ধানের বীজ (৮০ কেজির, ৮ বস্তা) এবং ডিএপি ৬ বস্তা ও এমওপি ২ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের শেখ হারুনের পরিত্যক্ত আলুর গোলা থেকে এসব উদ্ধার করে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। কোলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) সীমা বেগমের স্বামী রতন খান ২ মাস আগে এগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন।

এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

এ ঘটনা জানাজানির পরে এলাকার অনেক কৃষকরা জানান, তারা সার ও বীজ ঠিকমত পান না। বাইরে থেকে ক্রয় করেন। আবার অনেকে উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করেন। রতন খান তার ঘনিষ্ঠদের সার বীজ দেন, যারা মূলত কৃষক তারা সহজে সার-বীজ পান না। আবার যারা কিছু টাকা পয়সা তাকে দেন, তাদেরকে দেয়া হয় সার ও বীজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরন। 

জাগরণ/এমআর