• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১, ০১:২১ পিএম

মৃত আছিয়া অবশেষে জীবিত

মৃত আছিয়া অবশেষে জীবিত

দৈনিক জাগরণে সংবাদ প্রকাশের পর অবশেষে কিশোরগঞ্জের হোসেনপুরে ভোটার তালিকায় মৃত আছিয়া জীবিত হলেন। 

জানা যায়, গত ২৪ আগস্ট দৈনিক জাগরণে “জীবিত আছিয়া ভোটার তালিকায় মৃত ”শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আছিয়ার ভোটার তালিকা  স্বল্প সময়ে সংশোধিত হয়। এ কাজে সহযোগিতা করেন আসমা চৌধুরী  নামের এ শিক্ষক। এর ফলে বয়স্ক ভাতার জন্যও আবেদন করেছেন তিনি। 

আছিয়া খাতুনের ছেলে আবদুস সালাম জানান, এমন সুখের দিন আমার মায়ের জীবনে আর আসেনি। ভোটার তালিকা সংশোধন নয়,যেন তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। এ জন্য তিনি জাগরণকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য,আছিয়া খাতুন উপজেলার গড় মাছুয়া নামাপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বয়স ৭৩ বছরেরও কিছু বেশি। সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে বয়স্কভাতা পেতে হলে ৬২ বছর হলেই চলে। কিন্তু বেঁচে থাকলেও ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছিল। ফলে বয়স্ক ভাতার আবেদন করতে পারছিলেন না তিনি। 

জাগরণ/এমআর