• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:২২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:২২ এএম

নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, অতঃপর...

নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, অতঃপর...
ফাইল ছবি

যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার নামক এলাকায় নিজ ঘরে বোমা বানাতে গিয়ে শপ্পা (৩৬) নামের এক যুবক ক্ষত-বিক্ষত হয়েছেন। তার একটি হাতের তিনটি আঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষত-বিক্ষত হয়েছে চোখ, মুখমণ্ডল ও বুক। সেই সাথে দুই পায়ে মারাত্মক জখম হয়েছে।

বোমাটি তৈরিকালে তার হাতেই বিস্ফোরিত হয় বলে পুলিশের ধারনা।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বোমা বিস্ফোরণের ফলে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়।

আহত শপ্পা ওই এলাকার ইব্রাহিম মোল্যার ছেলে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ৫টি ধারালো রামদা উদ্ধার করেছে। তার নামে থানায় ইতোপূর্বে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কেএম শামীম আহসান জানান, নিজ ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। 

জাগরণ/এমআর