• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৩৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৩৭ এএম

চীনা প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহত, থানায় মামলা 

চীনা প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহত, থানায় মামলা 

বাগেরহাটের মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চীন প্রকৌশলীসহ দুজনকে পিটিয়ে আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহতদের খুলনা ও মোংলায় চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেল সংলগ্ন  চিলা-জয়মনির কোলাবাড়ী এলাকায় স্থানীয় জমির মালিক কর্তৃক হামলার শিকারহন ড্রেজিং প্রকল্পে নিয়োজিত চায়না প্রকৌশলী অং ইয়াও (৪৫) ও  ঠিকাদারি প্রতিষ্ঠানের বাংলাদেশি প্রকৌশলী তন্ময় (৪০) । এ সময় হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

এর পর মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও ইনার বার ড্রেজিং প্রকল্পের পরিচালক শেখ শওকত আলী বাদী হয়ে রাতে স্থানীয় কয়েকজন জমির মালিকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সহ মোট ৮ জনকে আসামি করে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জাগরণ/এমআর