বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা এলাকায় খালের ওপর বেইলি ব্রীজটি ভেঙে গেছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে করে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেতুর দুই পাশে আটকা পড়েছে যানবাবহন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাথরবোঝাই ওই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ওপর থাকা বেইলি ব্রীজটি পার হচ্ছিল। এ সময় ব্রীজটি ভেঙে খালে পড়ে যায়। ট্রাক ড্রাইভার ও হেলপার সাতরে পাড়ে উঠে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে বরিশাল-বানারীপাড়া সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ব্রীজটি ভেঙে খালে পড়ে রয়েছে। একইভাবে ট্রাকটিও পড়ে রয়েছে। ট্রাক উদ্ধার করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রীজ সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না।
জাগরণ/এমআর