• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:৫৭ পিএম

বেদখল রেলের জমি উদ্ধারে যাওয়া এক্সকাভেটরে আগুন 

বেদখল রেলের জমি উদ্ধারে যাওয়া এক্সকাভেটরে আগুন 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দখল হয়ে যাওয়া রেলের জমি পুনরুদ্ধার অভিযান পরিচালনাকালে একটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরের শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক্সেকাভেটরের আগুন নিভিয়ে ফেলে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, কারা এ আগুন লাগিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

এক্সকাভেটরটি রেলগেট পয়েন্টে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত মাটি খননকারী এ যন্ত্রের কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে এই যন্ত্রটির চালকের কেবিন ও নিচের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, আজ ওই এলাকার রেলের প্রায় ২৮৭ জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া ছিল। কাজের জন্য এক্সকাভেটর যন্ত্রটি সেখানে নেওয়া হয়েছে। রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে পাঠানো হচ্ছে।

জাগরণ/এমআর