• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:১৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:১৯ পিএম

কোটি টাকা দামের ৬ টি তক্ষক উদ্ধার

কোটি টাকা দামের ৬ টি তক্ষক উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী থেকে বিরল প্রজাতির ৬টি তক্ষকসহ (টক্কর সাপ) ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা। এ খবর নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি আব্দুর রাজ্জাক। 

র‌্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের এডিশনাল এসপি আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী গ্রাম থেকে প্রকৃতি হতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬টি তক্ষক (টক্কর সাপ) উদ্ধার করা হয়। এ সময় তক্ষকসহ হাতেনাতে শাহজাহান (৪০), ওসমানগণি (৪০),জাকির হোসেন (২৬) ও সাহাবুল (৩৫) নামে চার কুখ্যাত প্রতারককে আটক করা হয়। তাদের সবার বাড়ি গাইবান্ধা। 

এছাড়াও প্রতারক চক্রের  প্রায় ছয়-সাতজন সহযোগী সেসময় পালিয়ে যায়। প্রতারকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পলাশবাড়ী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

জাগরণ/এমআর