• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:৩৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:৩৮ এএম

ক্লাসে হিন্দি গানের সঙ্গে পাঁচ ছাত্রীর উদ্দাম নাচ

ক্লাসে হিন্দি গানের সঙ্গে পাঁচ ছাত্রীর উদ্দাম নাচ

ক্লাসেই হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে উদ্দাম নাচ। তাও আবার স্কুল ড্রেস পরে, চোখে ছিল কালো চশমাও। পাঁচ ছাত্রীর নানান অঙ্গভঙ্গিতে নাচের এমন একটি টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এক মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ঘটনাটি কুমিল্লার। ভাইরাল হওয়া কিশোরীরা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। স্কুলের বারান্দা ও ক্লাসে ভিডিও বানিয়েছেন তারা। তবে ক্লাসে বানানো ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, কুমিল্লার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে ‘ইবনে তাইমিয়া’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি শিক্ষার্থীদের জন্য খারাপ বার্তা দেবে।

ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি। আগামীতে তারা এমন কাজ করলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে স্কুল কর্তৃপক্ষ।

জাগরণ/এমইউ