• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১, ০১:১২ পিএম

সৈকতে সাংস্কৃতিক সন্ধ্যা 

সৈকতে সাংস্কৃতিক সন্ধ্যা 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলা ভূমি কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। 

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাখাইন শিল্পী তাদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে নৃত্য পরিবেশন করেন। এছাড়া পটুয়াখালী ও কলাপাড়া শিল্পকলা একাডেমিক শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে। এর মাঝে দক্ষিণ অঞ্চলের গম্ভীরা অভিনেতা শামিম বেপারী ও স্বজল কর্মকারের গম্ভীরা শুনে আগত পর্যটকরা মুগ্ধ হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির মো.হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কর্মকর্তা মো আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য মো. হারুন-অর-রশিদ, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত  কয়েক হাজার আগত পর্যটক ও স্থানীয়রা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জাগরণ/এমআর