• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১২:২৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২১, ১২:২৪ এএম

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন স্থগিত
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) জেলা নির্বাচন অফিসার  মোতাওয়াক্কিল রহমান এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবির এ তথ্য জানান।

সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবির বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ ভোট স্থগিত করা হয়েছে। আমাদেরক টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানায় নির্বাচন কমিশন । 

তিনি বলেন, নির্বাচন কমিশনের এক উপসচিব এর মাধ্যমে মৌখিক ভাবে নিবাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে, তবে বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টার মধ্যে বিস্তারিত জানা যাবে। এ কারণে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ সহ সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি মৌখিক আদেশ পাবার বিষয়ে নিশ্চিত করে জানান, জেলা নির্বাচন অফিস থেকে এরই মধ্যে প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং স্থগিত করা হয়েছে।

জাগরণ/এমএ