• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৯:৫৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০২১, ০৩:৫৮ পিএম

গাইবান্ধায় গরুবাহী ট্রাক কেড়ে নিল মা-ছেলের প্রাণ

গাইবান্ধায় গরুবাহী ট্রাক কেড়ে নিল মা-ছেলের প্রাণ
ছবি- জাগরণ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর এলাকার রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা মারুফা বেগম (৩০) মাগুড়া কেশবপুর গ্রামের মিজানের স্ত্রী এবং ছেলে মাহিনের বয়স চার বছর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকেই পৌর শহরের মহাসড়ক অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর মাঝেই মোটরসাইকেলে চালকসহ মা-ছেলেকে নিয়ে রাজমতি মোড় মহাসড়ক অংশ পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-৮৪৭৭) তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত মা-ছেলেকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

জাগরণ/এসকেএইচ