
ফেনীর সোনাগাজীতে বিয়েবাড়ির খাবার খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। তবে বর-কনে সুস্থ আছেন।
উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুরে গতকাল শুক্রবার দুপুরে অটোরিকশা চালক এরশাদ উল্যাহর মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে তিন শতাধিক মানুষের খাবারের আয়োজন করা হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল জানান, শুক্রবার রাত থেকে বিয়েতে আমন্ত্রিত দুই পক্ষের শতাধিক মানুষের বমি, পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বাড়িতেই আছেন।
বর আমিনুল ইসলাম সুমন বলেন, আমি এখন পর্যন্ত সুস্থ আছি। তবে সেদিন খাবার কম খেয়েছিলাম। সে কারণেই হয়ত অসুস্থ হইনি। এখন পর্যন্ত আমাদের এদিকের ৫০ জনের বেশি অসুস্থ হয়েছে। ওই পক্ষেরও তাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উৎপল দাস জানান, খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত এই হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। রবিউল নামের একজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা নিলে সবাই অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে।
স্থানীয় ইউপি সদস্য আলী আহম্মদ জানান, বিয়ের খাবার রান্না করেছিল বাবুর্চি আমির হোসেন। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
আয়োজক এরশাদ উল্যাহ বলেন, বাবুর্চির চাহিদা মতো সব সরঞ্জাম দিয়েছি। কী কারণে এমন হতে পারে আমার জানা নেই। তবে কেউ ষড়যন্ত্র করে আমার ক্ষতি করল কিনা সেটা দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি।
ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগের বিষয়ে সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, যদি মেডিকেল রিপোর্টে এমন তথ্য পাওয়া যায়, তাহলে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জাগরণ/এমইউ