• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৭:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২২, ০১:৩০ এএম

স্বামীসহ নাসিক নির্বাচনে পরাজিত নারী কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

স্বামীসহ নাসিক নির্বাচনে পরাজিত নারী কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

গত ১৬ জানুয়ারি শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত-২ (৪, ৫, ৬ নং ওয়ার্ড) আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সুমি বেগম ও তার স্বামী জাহাঙ্গীর মাদবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৪ জানুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডেনিশের মোড়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমি বেগম গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নাসিক নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সুমি বেগম ও তার স্বামী জাহাঙ্গীর মাদবরের বিরুদ্ধে একটি সিআর মামলায় (নং-১২৬৫/২১ইং) গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।