• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:৩৪ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৪:৩৫ পিএম

টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত। 

যানজটের কারণে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। অন্যদিকে কাঁচামাল বোঝাই ট্রাকগুলো নির্দেষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।

পাবনাগামী এসআই এন্টারপ্রাইজের চালক জালাল শেখ বলেন, সকাল ৭ টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে বৃষ্টি হওয়ার পর যানবাহনের চালকরা গাড়িতে ঘুমিয়ে পড়ে। এতে ভোর রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

দৈনিক জাগরণ/আরকে