
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা জটিলতায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটে সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৩ শ' ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মদনপুরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মো. গোলাম মোস্তফা নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৬ শ' ৮৮ ভোট পেয়ে নির্বাচিত ও নাজিরপুর ইউনিয়নে আমির হোসেন নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ১শ' ৮৯ ভোট পেয়ে নির্বাচিত বেসরকারীভাবে হয়েছেন।
অপরদিকে দাসপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ,এন,এম জাহাঙ্গীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিন রাত দশটায় বিষয়টি নিশ্চিত করেছে বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তারিকুল ইসলাম।
ভোট গ্রহন শুরু হওয়ার পর থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। দীর্ঘদিন ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছড়াই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারন ভোটাররা। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে মাঠে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে।
বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাস জানান, সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ইভিএম মেশিন সম্পর্কে ভোটারদের ধারনা না থাকায় ভোট গ্রহনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ৬৫ ভাগ ভোট কাষ্ট হয়েছে।
জাগরণ/আরকে