
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে সুরাইয়া আক্তার মিম (১৪) নামে এক নিখোঁজ স্কুল ছাত্রী উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রাম হতে তাকে উদ্ধার করা হয়। সে কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ নতুনপাড়া গ্রামের মুরাদুল ইসলামের মেয়ে।
র্যাব জানায়, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ নতুনপাড়া হতে স্কুল ছাত্রী সুরাইয়া আক্তার মিম নিখোঁজ হয়। ঐদিনই নিখোঁজের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করা হয়,যার নং-৫৮। জিডির প্রেক্ষিতে নিখোঁজ ঐ ছাত্রীর খোঁজে মাঠে নামে র্যাব। এক পর্যায়ে মঙ্গলবার একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি অভিযানিক দল দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে অভিযান চালায়। অভিযান চালিয়ে নিখোঁজ স্কুল ছাত্রী সুরাইয়া আক্তার মিমকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ঐ স্কুল ছাত্রীকে সর্ম্পূন সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
জাগরণ/আরকে