• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২২, ০১:৪৬ পিএম

গাংনীতে পরিবারের সবাইকে গাছের সাথে বেঁধে ছিনতাই

গাংনীতে পরিবারের সবাইকে গাছের সাথে বেঁধে ছিনতাই

মেহেরপুরের গাংনীতে স্বামী স্ত্রী ও সন্তানকে গাছের সাথে বেঁধে রেখে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া-চিৎলা সড়কে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। 

স্থানীয়রা জানান, চিৎলা গ্রামের মৃত আরমান শেখের ছেলে ডিস ব্যবসায়ী জামান হোসেন তার স্ত্রী মিরা খাতুন ও তাদের শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে গাংনী বাজার থেকে বাঁশবাড়িয়া-চিৎলা সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা ওই সড়কের একটি ইটভাটার অদূরে আমবাগানের কাছে পৌঁছালে ৫/৬ জনের ছিনতাইকারী তাদের গতিরোধ করে জামান ও তার স্ত্রীকে আমবাগানের একটি বেঁধে রেখে মোটরসাইকেল, মোবাইলফোন ও স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

পরে জামান ও তার স্ত্রীর চিৎকারে ইটভাটার শ্রমিক ও কয়েকজন পথচারী টের পেয়ে তাদের উদ্ধার করে। গাংনী থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান, দ্রত সময়ের মধ্যে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

জাগরণ/আরকে