• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০১:৫১ পিএম

ফটিকছড়িতে নিসা-মিশুর ঘাতক গাড়ির চালক আটক

ফটিকছড়িতে নিসা-মিশুর ঘাতক গাড়ির চালক আটক

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক চাঁদের গাড়ী (জিপ) চালক মোঃ আলাউদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) চট্টগ্রাম শহরের বায়েজিদ থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আলাউদ্দিন উপজেলার নারায়নহাট ইউনিয়নের উত্তর শৈলকুপা এলাকার রুহুল আমিন প্রকাশ তনু ফকিরের পুত্র।

হাইওয়ে পুলিশের কাছ থেকে বার্ষিক চার হাজার টাকার টোকেন সংগ্রহের মাধ্যমে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন চাঁদের গাড়িটি (জীপ) চালিয়ে আসছিলেন বলে আটককৃত আসামি আলাউদ্দিন ফটিকছড়ি থানায় পুলিশের প্রেসবিফ্রিংয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেন। হাইওয়ে পুলিশের সার্জেন্ট এর তাড়া খেয়ে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে স্বীকার করে সে। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্নগোপনে চলে যায়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মিশু আক্তারের চাচা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধাম আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছি। থানায় প্রাথমিক কাজ শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় এস্যাইমেন্ট জমা দিয়ে স্কুল থেকে ফেরার পথে পেলাগাজি দীঘির সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিশামনি ও মিশু আকতার নামের দুই শিক্ষার্থী নিহত হয়। তারা পাইন্দংস্থ মোল্লার বাড়ীর আবুল বশরের কন্যা মিশু আকতার (১৫) ও একই এলাকার তুফান আলীর বাড়ির লোকমানের কন্যা নিশা মনি (১৫)। তারা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা গাড়ীর নিচ থেকে তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার দুই দিন পরে ট্রাফিক পুলিশের টিআই নিখিল চাকমা ও সার্জেন্ট আলামিনকে ক্লোজড করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

জাগরণ/আরকে