
নওগাঁয় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার মীর হাসান মো: জাহীদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সোনালী ব্যাংক নওগাঁ শাখার এজিএম হাফিজার রহমান, প্রিন্সিপাল কর্মকর্তা জবিউল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে অতিথিরা বলেন সরকারের আধুনিকতার সঙ্গে দেশের ব্যাংক খাতগুলোও আধুনিক হচ্ছে। বর্তমানে টাকা উত্তোলনের জন্য কোন গ্রাহককে আর চেক হাতে নিয়ে লাইনে দাড়িয়ে থাকতে হয় না। যখন ইচ্ছে তখন বিভিন্ন স্থানের এটিএম বুথ থেকে কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন।
এছাড়াও এজেন্ট ব্যাংককিং সুবিধাগুলো ব্যাংকের কার্যক্রমগুলোকে আরও আধুনিকায়ন করেছে।
জাগরণ/আরকে