• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৪:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৪:৫৫ পিএম

আমতলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আমতলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আমতলী একে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা সহকারী ভূমি মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রণী সম্পাদ কর্মকর্তা ডা: নাজমুল হক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান মিন্টু মল্লিক। গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: মনিরুল ইসলাম মনি, উপজেলা কৃষি অফিসর সিএম রেজাউল করিম, মৎস্যকর্মকর্তা হালিমা সর্দার, উপজেলা শিক্ষা অফিসার মো: মজিবুর রহমান, ডা: রোকনুজ্জানের সঞ্চনালয়ে প্রদর্শনীতে ৪৫টি স্টলে ডেইরি ফার্মের গরু, মহিষ, ছাগল, ভেড়া ও পরিযায়ী পাখির প্রদর্শন করা হয়।

জাগরণ/আরকে